ভাইরাল দুনিয়াতে দুরুদুরু করে বুক,
কোথা থেকে কখন যে নেমে আসে অনাসুখ।
সত্য বা মিথ্যা সে গুণে চলে কোন দিক!
ভাইরাল হলেই তা হয় কি গো সব ঠিক?
কাটাকাটি ছাটাছাটি ভাইরাল ফাটাফাটি,
আলো আঁধারের খেলা মশলার পাটাবাটি।
চিলে কান নিল শুনে দেই দৌড় পেছনে,
কান যেথা আছে সেথা দেখি নাই এ'মনে।
গাছ কেটে ভাইরাল কশাই আর জল্লাদ
নেপথ্যে ঘটনাটা নাই জানা দেই বাদ!
যতটুকু মনে হয় আলেয়ার রং বেশ,
ভাইরাল দুনিয়াতে ভাইরাল নয় শেষ!
ভাইরাল হয় হোক সত্যকে জেনে নাও,
মানবতা ধরাধামে জীবনের গান গাও।
সমাজে এ ভাইরাল মহান মারণাস্ত্র
সত্য আর আলোককে করো না বিবস্ত্র।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ৭ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ/২৩ সফর ১৪৪১ হিজরি/২৩ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দ।