প্রেম পিয়াসী মনটা লইয়া
কি করি উপায়---------,
বন্ধুর প্রেমে পাগল এ মন
ঘরে থাকা দায়---, বলো
কি করি উপায়---------।
ছোট্ট ছিলাম অবুঝ ছিলাম
ছিলো না তার টান------,
ঐ পাড়ে মন যাবার কালে
খুঁজি কুল ও মান---- বন্ধু
খুঁজি কুল ও মান-------।
জীবন ও যৌবনের কালে
মাতিয়া খেলায়--------,
ভুলিয়া মোর প্রাণ বন্ধুয়া
উদাসী হেলায়--- ছিলাম
মাতিয়া খেলায়--------।
প্রেম পিয়াসী মনটা লইয়া
কি করি উপায়---------,
বন্ধুর প্রেমে পাগল এ মন
ঘরে থাকা দায়---, বলো
কি করি উপায়---------।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ৩ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ/১৯ সফর ১৪৪১ হিজরি/১৯ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দ।