তোমার স্পর্শের সেই আকাশী আস্তিন
এখনও ভাঁজ করা আলমিরায় সযতনে,
ভাঁজের কোনায় কোনায় বাধ্যক্যের ছাপ
তবুও ফেলে দেই নি, ভালোবাসি বলে!
সেদিন বললে, আমার পরিবর্তন এসেছে,
হ্যাঁ ঠিকই, চুল, দাড়ি ও গতরের চামরায়,
ঝুলে পড়ছে টিনের চাল, দেয়ালের আস্তর
আঁকড়ে আছি গণতন্ত্রে, ভালোবাসি বলে!
বাবা চলে গেছেন, তাও অনেক বছর হলো
ধুলোর আস্তরণে ফাইলবন্ধি দাদার দলিল,
দেখা হয়নি সে পথ, খুঁজিনি কোন আইল
অগ্রজ যে পথে গেছেন, ভালোবাসি বলে!
এখনো বেঁচে আছি ঐ আগের ঠিকানায়
সুযোগ হয়নি আকাশ ছোয়া অট্টালিকার,
লিফট সুইচে যেথা সম্পর্কের ব্যবচ্ছেদ
সবজি আগুনে বাঁচি, ভালোবাসি বলে!
দলিল খোলো, আজ সত্য জানতে চাই
প্রকৃত মুক্তিযোদ্ধার হাসিমুখ দেখতে চাই,
দুঃখিনী মায়ের জন্য একটু ভালোবাসা চাই
গণতন্ত্রে বাঁচতে চাই, ভালোবাসি বলে!
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ/২৫ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি/১১ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ।