কেন খেলাও এমন খেলা
কোন সে মায়ার টানে,
কেন ধরায় সৃষ্টি স্বজন
কোন সে মধু প্রাণে।
কোন রূপেতে মাতাল আমি
কি বা সুধা পানে,
কেন এ মন আকুল হয়ে
গেয়ে উঠে গানে।
কেন ধরায় বৃষ্টি নামাও
প্রবল বাতাস বায়,
কেন নদের উতাল ঝড়ে
নৌকা ভেসে যায়।
বৃক্ষ শাখে পুষ্প দামে
মাতাল ভ্রমর ধায়,
কত রঙিন প্রজাপতির
রং মাখো পাখায়।
কোন সে ভালবাসার টানে
এ মন পেতে চায়,
তোমায় কোথায় পাব বন্ধু
কি করি উপায়।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১২ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ/১৮ রবিউস সানি ১৪৪০ হিজরী/২৬ ডিসেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।