আজ ভ্যালেন্টাইন ভালবাসার দিন,
প্রিয়াতে পুঁজি প্রেমের স্বপন রঙ্গীন।
ছুটি দলে দলে প্রেমেরই তরুতলে,
প্রিয়ের সঙ্গে হেলে যাপিত সুধা ঢেলে।
জুড়াই মম কায়া মধুর প্রেম মায়া,
ভ্যালেন্টাইনে কি শুধুই কাছে পাওয়া?
ভালবাসা কি'গো শুধু দিন মাস লাগি?
অনুক্ষন ভাবি বসে কেবলি বিবাগী।
প্রীতিমোহে ধরাতলে ঈশ্বরের কনা,
ভালবাসা পাইনা যে আমি দিনকানা।
সঞ্চয়িতে মোর যত প্রেম ভালবাসা,
বাধিব সকলি ডোরে মননের আশা।
হৃদ মাঝে খুঁজি প্রেমমোহিত সে তান,
আমি জেনে শুনেই বিষ করেছি পান।