হৃদয় ও মাজারে মম বরিছে বারিষ সম
হৃদয়ের তীরে স্বামী তোমাকেই চাই আমি,
কোথা গেলে পাই বন্ধু কোথা গেলে পাই
কোথা গেলে পাই তোমায় কোথা গেলে পাই।
শত ফুল সরোবরে কাননে আকুল করে
ফুলের সুরভী লয়ে ভ্রমর আকুল হয়ে,
কোথা গেলে পাই বন্ধু কোথা গেলে পাই
কোথা গেলে পাই তোমায় কোথা গেলে পাই।
নতুন জীবনের আশে ছুটি তারি চারপাশে
কি জানি কি হয় জানি নাহি নিশ্চয়,
কোথা গেলে পাই বন্ধু কোথা গেলে পাই
কোথা গেলে পাই তোমায় কোথা গেলে পাই।
হৃদয় ও মাজারে মম বরিছে বারিষ সম
হৃদয়ের তীরে স্বামী তোমাকেই চাই আমি,
কোথা গেলে পাই বন্ধু কোথা গেলে পাই
কোথা গেলে পাই তোমায় কোথা গেলে পাই।
প্রেমের এ ধরা মাঝে কতজনা সং সাজে
কত রূপে কত রঙ্গে সাজিয়েছি নিজ অঙ্গে,
কোথা গেলে পাই বন্ধু কোথা গেলে পাই
কোথা গেলে পাই তোমায় কোথা গেলে পাই।
কবে পাব তোমার দেখা নিরালায় ভাবি একা
মন শুধু চায় প্রিয় তোমারই করে নিও,
কোথা গেলে পাই বন্ধু কোথা গেলে পাই
কোথা গেলে পাই তোমায় কোথা গেলে পাই।
হৃদয় ও মাজারে মম বরিছে বারিষ সম
হৃদয়ের তীরে স্বামী তোমাকেই চাই আমি,
কোথা গেলে পাই বন্ধু কোথা গেলে পাই
কোথা গেলে পাই তোমায় কোথা গেলে পাই।