ভাবের দেশে যাব বলে
বসে আছি এপাড় একা,
আছিস নি কেউ সঙ্গী ওরে
ও'পাড় তো যায় না দেখা।
ভাবের ঐ দেশে রে ভাই
বাজিছে লক্ষ সানাই,
ও সানাই, তানপুরা তার
হয় না বেচা-কেনা।
ডুবিলে ভাব সাগরে
খুঁজিলে মুক্তা মেলে,
ভাবের ঐ অন্তপূরে
যেতে চাই অনেক দূরে।
খুঁজি আমি আপন যারে
দেখিনা হৃদ মাজারে,
ভাবি বসে একা একা
যায় কি সঙ্গী দেখা?
ও'পাড়ের ভাবের মাঝি
নেবে কি সঙ্গে মোরে?
তোরে বিনা ভাব যে হায়
অকালেই যাবে মরে।
ভাবনা ভাবতে থাকি
তুমি কি দেওগো উঁকি?
তোমাকে ভেবে ওগো
ভাব দরিয়ায় আঁকি-বুকি।