আমি তো এখন আর আসি না
এই তটে!
তবে কি তোমায় ভালোবাসি না
সংকটে!
হয় তো বা বেশ নয়, তবুও বেশ
ঘোলা জল!
অন্ধ ঘরে দমবন্ধ এ মনের ভাষা
ছল ছল!
ঘাড়-তেড়া স্বপ্নের মকসুদ-মঞ্জিল
ঘণঘোর!
হিমশীতল দুয়ারে কাঁপন হাকে খিল
কড়িডোর!
নিপাতনে সিদ্ধের এ সন্ধিতে নয়
মিছে দম্ভ!
ইতিহাস মুছে নব যৌবন, জাতি
হতভম্ব!
তোমার আমার জাগতিক বেঁচে থাকা
কিছুক্ষণ!
আগামী প্রজন্মের তরে প্রত্যয় আমার
কাঁদে মন!
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ/২৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি/৩১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ।