কিছু মন যাতনা কিছু না বলা কথা,
হৃদয় প্রকোষ্ঠের সয়ে যাওয়া ব্যথা।
কোথা বলি কাকে বলি কিবা হবে দোষ,
মুখ বুজে সয়ে যাই নিধিরাম বোস।
মহামানবের তরে কাঙ্গালীর ভোজ,
চাল ডাল ছাড়া আর কিবা করি খোজ!
নেতা পাতি সবে মিলে দিন পার হলে,
নাচ ও গান আসরে মাতি নীল জলে।

ষোল কোটি মানুষে বত্রিশ কোটি হাত,
উন্নয়নে খেটে মরি সারা দিন রাত।
উন্নয়নশীল দেশের মর্যাদা পেল,
বাংলা মা এবার তোমার চক্ষু মেল।
প্রার্থনা করি যে সবে এই শুভ ক্ষনে,
অন্যায় দুর্নীতি নাহি কভু কারো সনে।

E-Mail: zahidmadaripur@gmail.com


২। অনুকাব্য
(ক্ষমা করবেন সকলে, অনুকাব্যের প্রথম চেষ্টা)

বাজল মনে অনুরণন,
সপনেতে এলে প্রিয়জন!
সুধাব তারে কোথায় ছিলে
ভালবাসার এই মিছিলে!
...........................
এখন আমি ঘুমের দেশে
খুঁজে ফিরি প্রেমের আবেশে।