স্রষ্টা তার সৃষ্টি অফুরান অর্ন্তদৃষ্টি,
কালেপালে জন্মক্রমে নানাবিধ কৃষ্টি।
ধাবমান সভ্যতা মানব হিতে লাগি,
শত রঙ রূপে শোধি অন্তর বিবাগী।
উঁচু নিচু জ্বরা ক্ষয় কেবলি বিভেদ,
জাতপাত বিভাজন মননের খেদ।
সুন্নত পৈতা ক্রুশ লৌকিক আলাপন,
ঈশ্বর গড আল্লাহ প্রভু একজন।
দু'ক্রশ ধরাতলে কত'না তারবেড়ী,
সবেতে জন্ম মায়ের বক্ষ ছেদী নাড়ী।
ক্ষণিকের মোহে এ জগত সংসার,
চক্ষু মুদিলেই দেখি দুনিয়া আন্ধার।
উদ্বাস্তু নীড়ের খোঁজে কি'সে পরিতাপ,
মানব রূপে জন্মই কি আজন্ম পাপ?
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৫ আশ্বিণ ১৪২৫ বঙ্গাব্দ/০৯ মহররম ১৪৩৯ হিজরী/২০ সেপ্টেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com