তুমি কে গো-
এই হৃদয়ের মনের ব্যথা
বুকেতে জমানো কাব্য কথা
দাও ছুটিয়ে,
তুমি কি গো-
জাগাও প্রাণে শিহরণে
নব জীবনের আমন্ত্রণে
হুল ফুটিয়ে।
তুমি যে গো-
প্রস্ফুটিত পুষ্প কলি হলুদ বাটা
হৃদ কমলে প্রেম বিরহী দরজা আটা
জীবন তরী।
তুমি ও গো-
ঝর্ণা ধারা প্রবাহিত মনের ব্যথা
অগ্নি লাভা গর্ভে লয়ে কাব্য কথা
প্রভাত ফেরী।
সু মিতা ও গো-
মনের ব্যথা কাব্য কথা রক্ত জবা
তৃষিত বুকে পোড়ামুখে অনুভবা
বাঁচার আশা।
প্রেমেতে জাগো-
এই ভুবনে বিশ্বায়নের সবাই মিলে
আনন্দ প্রাণ স্রষ্টা মহান এই মিছিলে
ভালোবাসা।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১১ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ/২৮ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি/২৬ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।