আজ সকালে পেলাম আমি
ডাক মারফত চিঠি,
হাতে নিয়েই অবাক হলাম
পুতুল তুমি, একি!
এই দুনিয়ায় মেতেছে সবে
কতনা নতুন ফোনে,
হোয়াটস্আপ ভাইবার আরও
কত শত আয়োজনে।
মেইল মোবাইল নেট দুনিয়ায়
ইমো লাইন স্কাইপ,
এখনও তুমি লিখছ বসে
উড়ো চিঠির টাইপ।
চিঠি পড়ে পাগল পাড়া
দিশেহারা এ মন,
পুশে রাখা না'বলা কথা
ওহে মোর প্রিয়জন।
পরিবর্তনের এই ধারার মাঝে
কত রূপে আলাপন,
তবু খুঁজে'ফিরে পাগল এ'মন
নিখাদ প্রিয় মন।
প্রযুক্তির তরে সভ্য সকলে
বিবেকে সভ্য নই,
মানবের মাঝে ভালবাসা নিয়ে
অনুক্ষণ বেঁচে রই।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২২ চৈত্র ১৪২৪/১৭ রজব ১৪৩৯ হিজরী/৫ এপ্রিল ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715-244190