জানি তুমি আসবেনা
ফিরে কোনদিন,
কেমনে শোধিব বল
তোমার প্রেমের ঋণ।
জানি তুমি আসবেনা
ফিরে কোনদিন।।
করেছি তো অবহেলা
ছিলে কাছে যেই,
আজ এই ক্ষণে আমি
খুঁজি তোমাকেই।
জানি তুমি আসবেনা
ফিরে কোনদিন,
কেমনে শোধিব বল
তোমার প্রেমের ঋণ।
আজ প্রিয় আস ফিরে
জীবনে আমার,
তোমাকে হারাতে কভূ
দেব নাকো আর।
আসবে কি তুমি প্রিয়
ফিরে কোনদিন?
কেমনে শোধিব বল
তোমার প্রেমের ঋণ ।।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৬ জুলাই ২০১৯