আত্ম কথনের প্রচার এখন
হচ্ছে ভীষণ জোরে,
মানুষ সমেত যাচ্ছে ভেঁসে
অমানুষের তোড়ে!
টিক টক আর সেল্ফিবাজির
এই মহান সমাবেশ,
বলার কথা তাই বলছি শুধু
ভাইরাল-ই খায়েশ!
আদর্শ পাঠ ভুলছি সবাই
নকল বাজার ধরি,
নেট এ বন্ধী বউ-শ্বাশুড়ি
শুধুই ঝগড়া করি!
বিদ্যালয়ে নেই পরিবেশ
নেশায় চারিধার,
লাল সবুজের এই পতাকা
ধরবে কে আবার!
কার কাছে তে করবো নালিশ
বিরহ কাতর এ মন,
একাত্তরের সেই হুঙ্কারী হাত
আজ বড়ই প্রয়োজন।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৭ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ/২৯ জিলকদ ১৪৪৩ হিজরি/৩০ জুন ২০২২ খ্রিস্টাব্দ।