তেলের মাথায় ঢালো সমেত
হোক না যতই শেষ,
দিন বদলের নেশায় মাতাল
বলছো, আছি বেশ!
বাহ-বাহ তোমার শ্রদ্ধা অতি
পেটের কামড় মরণ গতি,
ছোট্ট শিশুর দুধের বাটি
ঝন ঝনঝন, প্রেম পিরিতি!
দুষ্ট শকুন এ ক্রান্তি কালেও
অপেক্ষায় তার গরু মরা,
তানপুরা তান অনল বাণে
কেদারার ঐ পা'খান ধরা!
কাঁদা মাটির রঙ আধুলি
পিছলে পরে মাথার খুলি,
একটু তবে বাঁচার আশায়
চাই করুণা, না চাই বুলি!
একটা জীবন একটা ভাষা
একটু খানি ভালবাসা,
নয়কো দম্ভ, কর্মের গুণে
অনন্তকাল বাঁচার আশা!
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৩ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ/২৫ জিলক্বদ ১৪৪২ হিজরি/৭ জুলাই ২০২১ খ্রিস্টাব্দ।