একটি তারার পতন হল আজকে,
শতেক তারার ভেতর ছিল রাজ যে।
সোনার ফসল বাংলায় ছিল যত,
হবে না আর কিছু তোমাদেরই মত।
মায়ের তরে ছিলে তোমরা সোনা ছেলে,
সব মা-ই ধন্য হতো তোমাদের পেলে।
ধন্য সকল বাংলা প্রেমী বিশ্ব জুড়ে,
সালাম তোমায় প্রিয় গুনী অন্তপুরে।
বাংলা প্রেমী তুমি ছিলে আলোর দিশা,
ভালোবাসার আবীর রাঙা প্রীতি নিশা।
তোমা হারি রিক্ত আমার নয়ন তারা,
নিভে গেলে সময় হেরে জীবন ধারা।
বাংলার প্রেমী যত সুধী হলে গত,
শ্রদ্ধা ভক্তি তাদেরই তরে অবিরত।
# #
বাংলা প্রেমি শক্তিমান সাংবাদিক কুলদীপ নায়ার গত হওয়ায় তার প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে ক্ষুদ্র এ প্রয়াস।
# #
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ৯ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ/১২ জিলহজ্ব ১৪৩৯ হিজরী/২৪ আগষ্ট ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190