দাদা ছিলেন বিদ্বান অন্ত
জানা ছিল তার তন্ত্রমন্ত্র,
মচকে গেলে শরীর যন্ত্র
ফুঁ-কে দিতেন তার মন্ত্র।
দাদা মরলো ব্যথায় অন্ত্রে
ঘুরছি তবুও আমরা তন্ত্রে,
কত তন্ত্রের কতই নাম
কোন তন্ত্রের কি'যে কাম?
হাসছে চাঁদ তারার দেশ
তন্ত্রমন্ত্রের নেইকো শেষ,
বলছি গোপনে মূল মন্ত্র
কেনই এত পদের তন্ত্র?
দেশে চলছে গণতন্ত্র
রাজা পোষে রাজতন্ত্র,
সমাজতন্ত্রও চলছে বেশ
পরিবারতন্ত্রের সন্নিবেশ।
শাসকতন্ত্রের শাসন ভার
শোষিতের প্রাণ সংহার,
সকল তন্ত্রের একই বাক
ক্ষমতাতন্ত্র অটুট থাক।
ধর্মতন্ত্রের ভেদাভেদ
বর্ণতন্ত্রে শিরশ্ছেদ,
পুঁজিতন্ত্রে বিশ্ব জয়
মানব জীবন সংশয়।
ভীম ভাসমান মাইন
ধ্বংশতন্ত্রে ফাইন,
ক্ষমতাতন্ত্রে চর দখল
তৈলতন্ত্রে বস রসাতল।
তন্ত্রমন্ত্র তেলের দেশ
কোন তন্ত্রের কোন আবেশ,
দানবতন্ত্র আজ রুখে দাও
মানবতন্ত্রে হাত বাড়াও।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২২ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ/২৮ জমাদিউস সানি ১৪৪০ হিজরি/০৬ মার্চ ২০১৯ খ্রিস্টাব্দ।