জন্ম তোমার জন্মান্তরের বিশ্বকবি,
নাট্যকার চিত্রকর বাংলার ছবি।
তোমারই সৃষ্টি কাব্য উপন্যাস গান,
তরু ছায়ে আজও জুড়াই মনপ্রাণ।
জন্মেছিলে আজ তুমি বাঙ্গালীর ঘরে,
চির অমর প্রিয় সকলের অন্তরে।
গীতাঞ্জলি-তে বিশ্বমঞ্চ করিলে জয়,
ধরা তলে জাগে বাংলার নবোদয়।
বিশ্ব বিধাতা আমাদের করেছে দান,
বিশ্বকবি রবী মম হৃদে বহমান।
শুভ জন্মদিনে বন্ধনা তোমার তরে,
শত জ্ঞানী মনিষী ভক্তি শ্রদ্ধা অন্তরে।
তোমাদের দেখানো পথে চলার আশা,
বিশ্বজয় বাংলা দামালের প্রত্যাশা।
# #
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ৭ই মে শুভ জন্মদিন উপলক্ষ্যে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনার্থে ক্ষুদ্র এ প্রচেষ্টা।
# #
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৪ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ/২০ শাবান ১৪৩৯ হিজরী/৭ মে ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190