থমকে যাওয়া সময়টাকে
করতে হলে দূর,
সাহস করে হাত বাড়ালে
প্রেমের সমুদ্দুর।
প্রণয় মিলন গীতবিতান
পাঠে হৃদয় জড়,
কেবলী উতলা মনমহুয়া
কাঁপছে থর থর।
রাতের তারা চাঁদের সনে
হাসির ঝিলিক বয়,
সুর্য ধরনী প্রেমের প্রণয়
অমর অসীম রয়।
মানব জীবন কি'যে ধরন
স্বপ্ন লয়ে বুকে,
আশা নিরাশা যাপিত জীবন
শত দুঃখ সুখে।
এসব নিয়েই বেঁচে থাকা
এইতো মানব জীবন,
তারই মাঝে প্রেম বিরহ
স্বপ্ন সাধের ভূবন।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২২ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ/২৫ জিলহজ্ব ১৪৩৯ হিজরী/৬ সেপ্টেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com