সেদিন ছিল আকাশ মেঘে যুদ্ধপাড়া,
তোমায় খুঁজেছিলাম হয়ে আত্মহারা।
যাতনা মন বিরহী বুকে প্রেম কণা,
শুরু হলো আগামীর তরে স্বপ্ন বোনা।
শীত গ্রীষ্ম শত আশে জাগি নিশিদিন,
দেখব মায়ের মুখে হাসি অমলিন।
শত প্রাণ বলিদান পেয়েছি তোমায়,
কত আশা বুকে বাসা পেতেছি হৃদয়।
তুমি বায়ান্ন বাংলা তুমি একাত্তর,
সন্তান তোমার কেন ঘুমেতে বেঘোর?
ভাষা আছে দেশ আছে সয়ে বুকে ব্যথা,
কোন অমানিশা ঘোর ভাঙে স্বপ্নকথা?
সুমিতা তোমায় খুঁজি চল বাঁধি ঘর,
আর নয় কাল বেলা মনের ওপর।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২১ মাঘ ১৪২৫ বঙ্গাব্দ/২৭ জমাদিউল আউয়াল ১৪৪০ হিজরি/০৩ ফেব্রুয়ারি ২০১৯ খ্রিস্টাব্দ।