হিমেল পরশ সাগর জলে
মন চলে যায় অতল তলে,
চল না দু'জন যাই হারিয়ে
নীল তিমি ডুব সাতার ছলে।
দিগন্ত পারের পাখির ডানা
নীল আসমান নেই ঠিকানা,
যাবে যদি দাও হাত বাড়িয়ে
চল উড়ে যাই দিক অজানা।
পূর্ণিমা রাত জোসনা উড়ূপ
কামনা বাসর মন নিশ্চুপ,
জ্বলে পুড়ে মন অঙ্গার হলো
দেখে না কেহ অনলের ধুপ।
পুষ্প কাননে অলির কুঞ্জন
চাপে পরা মন ফোটা বারণ,
দেয়াল গাঁথুনী ভাঙে সাবল
নীড়ে নীড় খোঁজে অলি হরণ।
ভালোবাসা মন বাসনা প্রেম
বাঁচার আশে মিছে তরু হেম,
হয় কি পূর্ণ জীবনে চাওয়া
মন লয়ে আশা প্রেম পাওয়া।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৭ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ/২৪ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি/২১ জানুয়ারী ২০২০ খ্রিস্টাব্দ।