অগোছালো সময়ের ঘোর,
ধুলোমাখা এ্যালবামে স্মৃতি হাতরায় তিমিরে।
সুমিতা তুমি আস ফিরে,
ধরাতলে আস আবার এ মন স্বপ্নে বিভোর।
তোমার ঐ খিলখিল হাসি,
নয়ন তারায় সৃষ্টি ঝিলিক হৃদয়ে দেয় দোল।
অনাবিল মিষ্টি মধুর বোল,
আজও ভাসে মনে চঞ্চল অনুক্ষণ ভালবাসি।
এখানে নোনা ধরা দেয়াল,
ভাঙ্গা কলশিতে সম্বল দু'মুঠো চাল এ ক্ষণে।
মুন্সির বেটা বিচার আসনে,
ভূঁইয়ার আড়তে বস্তাবন্দি অর্থে বিচার খেয়াল।
তোমাকেই আসতে হবে সুমিতা,
আসতে হবে আমারই জন্য আর একটিবার।
গুড়ে দিতে দৈনতা হীনতার,
বাঁধ ভেঙ্গে আন ঐ প্রভাত আলোকের মিতা।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০২ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ/০৮ রবিউস সানি ১৪৪০ হিজরী/১৬ ডিসেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।