সুমিতা ধরায় আসি,
পোড়া এ মুখে নলেন সুখে
দাও'যে ভরায়ে হাসি।
মম বিরহী এ মন,
দু'খ যাতনা হৃদ বেদনা
তোমাতেই অনুরণ।
আমার এ ঘর কালো,
রবি কিরণে ভাসাতে বিশ্ব
জ্বালাও হেথায় আলো।
শ্রেণীভেদ বিভাজন,
প্রীতি বন্ধনে গড়ি জীবন
মানবতা প্রয়োজন।
গোমরা এ মুখ বাসি,
আস ধরায় তোমার হাসি
আমি আজো ভালোবাসি।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১১ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ/১৭ রবিউস সানি ১৪৪০ হিজরী/২৫ ডিসেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।