সু মিতা তোমার সনে
প্রেম করিব নির্জনে,
এ বেলা যায় গো বয়ে
আসো প্রিয় এই ভুবনে। ...... (II)
আসো গো বন্ধু তুমি
সাজাব জগত চুমি,
আনন্দে নাচিবে প্রাণ
ফুল মালঙ্চ মরুভূমি।
তোমাকে আসিতেই হবে
প্রেম অধরা এই জীবনে।
এ বেলা যায় গো বয়ে
আসো প্রিয় এই ভুবনে।
সু মিতা তোমার সনে
প্রেম করিব নির্জনে,
এ বেলা যায় গো বয়ে
আসো প্রিয় এই ভুবনে।
এ বেলা যায় গো বয়ে
আসো প্রিয় এই ভুবনে।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৯ চৈত্র ১৪২৫ বঙ্গাব্দ/২৫ রজব ১৪৪০ হিজরি/০২ এপ্রিল ২০১৯ খ্রিস্টাব্দ।