বন বাদাড়ে গাছের আড়ে
উড়ছে সদা অলি,
হেথায় হোথায় পাব কোথায়
নতুন পুষ্প কলি।
নতুন পুষ্পে রেণুর রণন
পবনে উড়ি ধায়,
বিশ্ব ভূবন সৃষ্টি জীবন
জন্মের অভিপ্রায়।
সকল সৃষ্টি আবেগী দৃষ্টি
মায়ায় বাঁধা ডোর,
প্রেম শিহরণ মধুর ভূবন
আবির মাখা ভোর।
বাঁচার আশে হৃদয় পাশে
প্রেমের ছোঁয়া চাই,
কতই কথা প্রাণের ব্যথা
বাঁচেনা কেহ সাঁই।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ৪ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ/৭ জিলহজ্ব ১৪৩৯ হিজরী/১৯ আগষ্ট ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190