কি জানি কি বলতে চেয়েও
হয়না বলা কোনই কথা,
মুখ ফসকে বললে সে'দিন
'শুধুই আমার' প্রীতিলতা!
ব্যস্ত সময় কাজের নীড়ে
একটুখানি শীতল পরশ,
রং মাখা সব মুখের ভিড়ে
ঐ হাসিটা ই ছিলো সরস!
যখন ভাবি তুমিই আমার
শুধুই আমার শক্তি আঁধার,
পাড় ভাঙ্গা সব সমুদ্রের ঢেউ
দেই ডিঙ্গিয়ে বিশাল পাহাড়!
"তুমি আমি" র আমরা মিলে
চলো গড়ি আগামী সমাজ,
ভেঙ্গে-গুড়ে অনলে পুঁড়ে
মিথ্যে বৈভব অসভ্য তাঁজ!
মন খেয়ালী ভাবনাগুলো
হয় তো ভ্রমে-র স্বপ্ন বাসা,
তবুও মন চায় যে পেতে
ঐ মনেরই ভালবাসা।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ/২১ জিলকদ ১৪৪৫ হিজরি/৩০ মে ২০২৪ খ্রিস্টাব্দ।