তাসমিয়া হাসান সুবাহ
আমার মেয়ের নাম,
রাগ করোনা গাইছি এবার
তারই গুনগান।
মহান রব যে দু'হাত ভরে
আলোক কণা ছোট্ট ঘরে,
প্রথম দেখায় হই ব্যকুল
ভালবাসার সৃষ্টি ওরে।
তারার ঝিলিক চাঁদের আলো
কিচির মিচির লাগছে ভাল,
দা-দা, দা-দা ফুটছে বুলি
আদর সোহাগ মায়াজালও।
শিখছে হাটা দিচ্ছে ডাক
বা-বা, মাম্মা সবে তাতা,
দাদীর সাথে ফোন বারতা
হ্যা-ও হ্যা-ও কত কথা।
মায়ের ভালবাসার মাঝে
ভাগ বসায় সকাল সাঁঝে,
মা ডাকলে হয় যে খুশি
ভালবাসে মিষ্টি ঝাঁজে।
হচ্ছে বড় এবার পাঁচ
পড়াশুনার লাগছে আঁচ,
স্কুলেতে যাচ্ছে রোজ
নতুন ফ্যাশন নতুন ধাঁচ।
মাথায় আমার বুলায় হাত
দুঃখগুলো যাক নিপাত,
তারি ভালবাসার মোহে
হচ্ছি সদাই কুপোকাত।
রাজকন্যা সে যে মোর
সুবাহ তবে প্রভাত হল,
বছর দু'এর সাথী পেল
ছোট্ট ভাই জাবির এল।
রাগ করনা বলছি শোন
ভালবাসা-ই আপন জান,
নয় সে মেয়ে, মোরই প্রাণ
ভালবাসার প্রবল বান।
# # প্রতিটা বাবার কাছে কন্যা সন্তান হলো স্রষ্টার নিকট থেকে পাওয়া শ্রেষ্ট উপহার # #