মনের ভেতর ঝড় উঠেছে
কেমনে থামাই বল না সই,
দুই দিনের এই ধারাপাতে
হৃদয় ব্যথা কারে কই!
শিক্ষা জাতির মেরুদন্ড
পুঁজির লােভে ঢালছে ঘি,
ধর্ষিত হয় আগামীর স্বপ্ন
এই শিক্ষায় করবো কি!
ধর্মনীতির সঠিক রীতি
পূণ্য জ্ঞানের মূল নীতি,
কর্মই যদি অধর্ম হয়
সেই ধর্মে করবে কি!
বিশ্ব থাবার খড়গ নামে
তুষ্ট শোষণ যার প্রীতি
সভ্যতা খায় অসভ্যতায়
সে সভ্যতার মর্ম কি!
অনিয়মের এ সব নিয়ম
ভাঙবো মনের পরিলেখ,
ধর্ম শিক্ষা সু-সভ্যতায়
সৃষ্টি সবার স্রষ্টা এক।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ/১৭ সফর ১৪৪১ হিজরি/১৭ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দ।