প্রভাতে স্নিগ্ধতা ভরা রবির কিরণ,
নিশি কালে চন্দ্রাবতী নিখিল ভূবন।
হিজল তমাল শাখে পুস্প দল ফোটে,
কলকল জলরাশি সায়রেতে ছোটে।
উর্মিমালা বক্ষে বারি লয়ে সুখ পায়,
এদিক ওদিক পানে দিবানিশি ধায়।
প্রবাহিত শবযাত্রা নবজন্মে জয়,
বিশাল ধরনী খোঁজে সৃষ্টির প্রত্যয়।
ক্যাসিনো কামনা মন সভ্যতাকে ছাড়ি,
অন্ধ মুখ আত্ম সুখ মোহে নীলাম্বরী।
বে-বসন প্রহসন মানবতা ক্ষয়,
উঠবে প্রভাত রবি কবে হবে জয়!
স্বপ্ন আশা ভালোবাসা বাঁধি প্রেমাগার,
চায় মন অনুক্ষণ সু-মিতা অন্তর।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৯ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ/২৪ মহররম ১৪৪১ হিজরি/২৪ সেপ্টেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।