প্রিয় রুমকি রুপে চমকি আগ্নেয়গিরি ধমকি
বাধন হারা বন্দিনী স্বরূপে সতেজ নন্দিনী,
সুমিতা মন-মিতা রবী ঠাকুরের প্রিয় সঙ্গীতা
সঞ্চয়িতার মূল সঞ্চয় ছাত্র-ছাত্রীর মন জয়,
কোহিনুর তুমি বনহুর যাবে চলো অচিনপুর
রিনা পণ্ডিত কাব্যগীত ছন্দ সুরে আসর প্রীত,
দীনা জুঁই প্রেম ভুঁই বিরহে অসীম সীমা ছুঁই
তাহেরা মা-সেরা ভালোবাসায় এ মনবেড়া,
জেসমিন জ্বালে দীপ্ত কাব্য কথায় সন্দীপ্ত
ইশমত নান্দিকের আলো আইন-কানুন ভালো,
আরেফিন বাজায় বীন মেয়ের নৃত্যে তা ধীন
মধুমিতা বেলা বোস অপরুপা কাব্য জোস,
তুমি ফজিলা ফৌজি দুর্জয় লক্ষ্মীমন্ত বৌ জি
টুম্পা খান অনল-বাণ বিদ্রোহী দ্রোহে আগুয়ান,
জাকিয়া রও তাকিয়ে মেলবোর্ন থেকে হাকিয়ে
তুমি নন্দিতা নাজমা শিশুর সেবায় ব্রত মা,
সিমলী রিংকি রুমা তাহমিনা বেগম সুরমা
নিলু মহুয়া সমাদ্দার শ্যামলী রুপকথা-র,
রুনা এ্যাগ্নেস অনিতা মিলি নূর এ শেকতা
পত্র লেখা আরতি সাবিনা সীমা-র আবৃত্তি,
সুখী কামনা-র প্রভা নয়ন সাহিদা সুতপা
লায়লা লাভলী হোম রাবেয়া উর্মি বম,
শাহনাজ নয় শেফালী মাহবুবা-র হাততালি
ডালিয়া ফারজানা পরি কাব্য কথায় ধরি।

জানাই সালাম ও ভক্তি কাব্য কথার শক্তি
আসরে সবাইকে স্মরি এসো এ দেশ গড়ি,
তুমি আর আমি মিলে চলো শান্তির মিছিলে
এ জীবন ক্ষণস্থায়ী সদা কর্মে অমরত্ব চাই,
অর্থ বৃত্ত নেশা ভুলে মনুষ্যত্ব নেই বুকে তুলে
চলো সবে মিলে গড়ি আগামী প্রজন্মে র তরি!

# বাংলা কাব্যে বর্তমান সময়ে অল্প সংখ্যক সম্মানিত মহিলা কবিদের নাম সংকলন ও স্মরণে আমার এই প্রচেষ্টা। সেক্ষেত্রে সময় স্বল্পতার কারণে সম্মানিত অনেক কবি/সাহিত্যিকের নামই সংকলন করা সম্ভব হয়নি, সে জন্য আন্তরিকভাবে দুঃখিত। কোন ভুলত্রুটি  পরিলক্ষিত হলে সংশোধনের সুযোগদানে বাধিত করবেন। #

স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৬ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ/২৬ জমাদিউল আউয়াল ১৪৪৪ হিজরি/২১ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ।