কোন অপরূপ স্বরূপ নিয়ে
করলে সৃজন তুমি,
কি'বা মোহে জাগাও জীবন
ধরায় এ বিশ্বভুমি।
কোন খেয়ালে রবির কিরণ
কেনই রাতের তারা,
যায় না দেখা শুধুই একা
সৃষ্টি তোমায় ছাড়া।
সকল সৃজন মানবের লাগি
তোমার অসীম দান,
ভালোবাসার এই ভুবনে
তুমিই প্রভু মহান।
বিশ্ব জগত শূন্যে ভাসে
কার ইশারায় চলে,
প্রকৃতি আর পাখপাখালি
কার কথা'যে বলে।
"লা ইলা হা ইল্লাল্লাহ"
যেই ভাষাতেই বলি,
স্রষ্টা তুমি সৃষ্টি সবাই
তোমার কৃপায় চলি।
যুগে যুগে কেন অনাচার
স্রষ্টা তুমি একজন,
সকল ধর্মের মানবের মাঝে
হোক ভালবাসা তনুমন।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৩ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ/২৭ সফর ১৪৪০ হিজরী/০৭ নভেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।