ভালোই না বাসো যদি তুমি আজ মোরে,
চলে যাবো সবি ছেড়ে কোন এক ভোরে।
মানব জনম সৃষ্টি ভালোবাসা দিয়ে,
অকালেতে যাব মরে তোমায় হারিয়ে।
বিশ্ব বিধাতাকে আমি তব জিজ্ঞাসিব,
ভালোবাসা বিনে তিনি সৃজন করিব।
ভালোবাসা দাও যদি তুমি আজ মোরে,
অশ্বারোহে চলে যাবো ঐ পাতালপুরে।
আনিব মানিক্ক এক অমূল্য রতন,
সৃজন করিব এক পুষ্পিত কানন।
ভালোবাসা নহে শুধু দেহ সুখ লাভে,
বিশ্ব ধরণী সৃষ্টি ভালোবাসায় তবে।
ভালোবাসা বিনা কিছু সৃষ্টি নাহি হয়,
ভালোবাসার মাঝে সব জাগ্রত রয়।