ত্রিধরায় ত্রিমোহনী ত্রিপুরীয় যান,
স্বপনের প্রিয় মোহে জুড়াই এ প্রাণ।
আবেশিত মন খোঁজে প্রিয় বধুয়াকে,
হৃদয়ের প্রেম হাতছানি দিয়ে ডাকে।
স্বপ্নঘোর মাঝে কত আলাপন সুর
কেন মিছে ভাবনায় বেদনা বিধুর?
প্রীতিময় ভালবাসা নয় শুধু ফাঁকি,
অনুভব হৃদয়ের তৃষ্ণার্ত এ আঁখি।
ধরা মাঝে বিচরণ কত শত কাজে,
ভালবাসা খুঁজে মন হৃদয়ের মাঝে।
বাঁচিবার আশা ভবে ভালবাসা লয়ে,
সত্য সৃষ্টি অন্বেষন শত অবক্ষয়ে।
প্রিয়তির সনে করি ভালবাসা চাষ,
চল গড়ি বসুধায় সুখের আবাস।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২০ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ/১৬ শাবান ১৪৩৯ হিজরী/৩ মে ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190