গ্রামের সবাই ঘুমিয়ে আছে
ঘুমেতে বিভোর
চোর ঢুকেছে
চোর এসেছে
ছোট্ট মিষ্টি চোর।
মিষ্টি চোর ভীষন ভারী
অনেক দিনের অনাহারী
সামনে যা পায়
তাই খেয়ে নেয়
দিবা রাত্র ভর।
বিদ্যা চোরে বিদ্যা চুরি
অর্থ চোরে টাকা কড়ি
সমাজ চোরে-র অতি চুরি
নষ্ট সমাজ কেমনে গড়ি
বল করি কি?
হঠাৎ একদিন চুরির ফাঁকে
করছে চুরি দিনে রাতে
ঠাকুর মশাই বলল প্রাতে
ধরেছি চোর হাতে নাতে
আজ চোর-কে ধরেছি।
চোর-টি যখন পড়ল ধরা
রাজা মশাই ভীষন কড়া
চুরির বিচার হবে যখন
মাসতুতো ভাই আসল তখন
বিচার হবে কি?
আদালতে বসল বিচার
সত্যি কথার নেই সমাচার
আচার বিচার সবই হল
মিষ্টি চোর মিষ্টি খেল
শক্ত বিচার করেছি।
গ্রামের সবাই ঘুমিয়ে থাকে
মিষ্টি চোর মিষ্টি তাকে
চোর এসেছে
চোর নিয়েছে
করব সবে কি?