ছোট্ট বেলার ঈদের স্মৃতি
কেবলি মনে পড়ে,
সোনালী সেই মধুর পরশ
প্রাণ আকুলি করে।
রাখতাম রোজা পবিত্র মন
সত্য নিয়ম মেনে,
আজ সারথী অমিয় সত্য
শিকেয় তোলা জ্ঞানে।
চাঁদ বিকেলে দেখিতে চাঁদ
নদীর পাড়ে জড়ো,
মন বিবাদ আজকের চাঁদ
ছোট নাকি বড়!
বন্ধু স্বজন ঈদের দিনে
পাড়ার সকল ঘরে,
শিরনী পায়েস মাংস পোলাও
খেতাম আয়েশ করে।
ছোট্ট বেলা যায় হারিয়ে
বড় হওয়ার ফাঁকে,
মধুর কন্ঠে কেউ নাহি আর
আয়রে বলে ডাকে।
ছোট্ট বেলার প্রীতি বন্ধন
বড় বেলায় নাই,
বল না আমার ছোট্ট বেলা
কোথায় গেলে পাই?
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৬ জ্যৈষ্ঠ ১৪২৬ বঙ্গাব্দ/০৫ শাওয়াল ১৪৪০ হিজরি/০৯ জুন ২০১৯ খ্রিস্টাব্দ।