১.
মুজিব মুজিব ডাক পাড়ি
মুজিব গেল কার বাড়ি,
আয় রে মুজিব ঘরে আয়
দুধ মাখা ভাত শকুনে খায়।
২.
নোটন নোটন হায়েনার দল
ঝোটন বেঁধেছে,
বাংলা মায়ের সোনার ছেলে
কেড়ে নিয়েছে।
তাই না দেখে শাবক শেয়াল
খেয়াল এঁটেছে,
জঞ্জালের ঐ বেড়াজালের
নেশায় মেতেছে।
করতে সাফাই মুজিব কন্যা
মাঠে নেমেছে,
অন্যায় আর অত্যাচারীর
কপাল ঘেমেছে।
অনেক দিনের অবহেলায়
ময়লা জমেছে,
চল হে প্রাণ হও আগুয়ান
সময় এসেছে।
আগামী শিশুর বাসযোগ্য
করতে যদি চাও,
শেখ এর বেটির কন্ঠের সাথে
কন্ঠটা মিলাও।
দূর্নীতি আর দুঃশাসনের
সময় হবে শেষ,
সত্য ন্যায়ে এগিয়ে চলুক
সোনার বাংলাদেশ।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৯ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ/১৪ সফর ১৪৪১ হিজরি/১৪ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দ।