ভালবাসা নহে গল্প
বাঁচিবার আঁশ,
আবাদি ভুমিতে যবে
স্বপ্নের চাষ।
মানব জনম হেথা
প্রভূর ভালবাসা,
যুগে যুগে সবেতেই
এ ধরায় আসা।
ভালবাসা নহে শুধু
আত্মসুখ লাভে,
মানবের ভালবাসা
চিত্ত অনুভবে।
কাছে দূরে যেখানেই
থাকি অনুক্ষন,
ভালবেসে যাব আমি
মোর প্রিয়জন।
ভালবাসি মানবেরে
ভালবাসি প্রভূ,
ভালবাসা ছাড়া নাহি
বাঁচি যেন কভু।
তোমাদের অন্তরে
আমায় দিও ঠাই,
ভালবাসা ছাড়া আর
কিছু নাহি চাই।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ৬ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ/৯ জিলহজ্ব ১৪৩৯ হিজরী/২১ আগষ্ট ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190