পৃথিবীর বয়স পনের শত কোটি,
সেই তো শুরু বিবর্তনের পথে হাটি।
সভ্যতার বিবর্তনে ঐক্যবদ্ধ সবে,
আজও অসভ্য জাতি রয়েছে এ ভবে?
বিশ্ব চরাচরে কত সংস্কৃতি সাঁজে,
অপসংস্কৃতি রেশ, মর্মে মরি লাজে।
সংস্কৃতি মর্যাদার শ্রেষ্ট হাতিয়ার,
ভাষা ধর্ম বর্ণ মিলেই উজ্জলতর।
মুক্ত বাজারে কত সওদা দেখা যায়,
নিয়ে নাও সবই যা তোমাতে মানায়।
সংস্কৃতির বিবর্তনে বিষম লাগে,
মনে অপসংস্কৃতি, সেই অনুরাগে।
অপসংস্কৃতি বেশে না হই কুলিন,
সুস্থ্য সংস্কৃতি চর্চা চির অমলিন।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৫ চৈত্র ১৪২৪ বঙ্গাব্দ/১০ রজব ১৪৩৯ হিজরী/২৯ মার্চ ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com