দুই এর পরে জন্ম যখন
নম্বর তার তিন,
মায়ের সকল ভালবাসায়
অনাদিকালের ঋণ।
আত্মীয় সব প্রথম দেখায়
মেয়ের আশায় ছেলে!
তবুও জীবন যাচ্ছে কেটে
নিঁখাদ হেসে খেলে।
নদীর বুকে স্রােতের ধারা
যেমন তর ধায়,
তেমনিভাবে আদর সোহাগ
ক্রমিক গণনা বয়।
সময় হলো সঙ্গী এলো
জীবন পালের বাঁকে,
আনন্দে পাল উঠল দুলে
রেশমী পরশ ঢাকে।
পাখ-পাখালির কিচিরমিচির
বন্ধনে লাগে টান,
কাছের স্বজন দুরের পানে
হৃদয়ের উচাটন।
সাধন ভজন সকল সুরে
প্রীতিবন্ধন সাঁধা,
দিবা নিশী খেটে মরে
সংসারেরই গাধা।
পায়'কি জীবন পায়'কি তীর
কতজনায় তবে?
সুখ দুঃখ সয়েই জীবন
রঙিন ফানুস ভবে।
# #
আসরের শ্রদ্ধেয় কবি আফরিনা নাজনীন মিলির ২৬.০৫.২০১৮ তারিখে সম্পাদিত অসাধারন ভাবনার "বোকা মেয়ের গল্প" কাব্য কথায় মুগ্ধ হয়ে তার প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে আমার এ ক্ষুদ্র প্রয়াস। আমার অজ্ঞাতসারে কোন ভুল হলে ক্ষমাপ্রার্থী।
সংসারের গাধা কাব্য ভাবনা একান্তই কাল্পনিক, ব্যক্তিক উদ্দেশ্যে নয়।
# #
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৩ জৈষ্ঠ্য ১৪২৫ বঙ্গাব্দ/১১ রমজান ১৪৩৯ হিজরী/২৭ মে ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190