মন মহুয়া নায়ে ছোটে উদাসী পাল,
শক্ত হাতে ধর প্রিয় ঐ নায়ের হাল।
উত্তাল বান দিকের নিশান অজানা,
পাপাচার প্রেতাত্মার সততই হানা।
ক্ষয়েছি অনেক পূর্ণ তিথি প্রিয়জন,
হারাব না আর মায়ের বুকের ধন।
সংলাপ আশা ভালোবাসা প্রীতিময়,
মনন চিত্তে অনুক্ষণ প্রত্যাশা জয়।
জন্মভূমি জননী তুমি তো ভিন্ন নও,
বক্ষেতে তবে কেন রক্তের দাগ লও?
হিংসা বিদ্বেষ চল করি সংহার,
প্রীতির বন্ধন হোক শ্রেষ্ঠ উপহার।
অসুর বধ হোক মননের প্রত্যয়,
সংলাপ সংযোগ বাংলার জয়।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৬ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ/২০ সফর ১৪৪০ হিজরী/৩১ অক্টোবর ২০১৮ খ্রীষ্টাব্দ।