ভালো ই আছি ভাবছ বসে
নানান সুতোয় হিসাব কষে
শান্তি তোমার মনে......
তুমি তো বেশ আছো ই দূরে
তোমায় ভেবে এ'মন পোঁড়ে
অশান্তি তুমি বিহনে......
কল্পনা মন তোমার সাথে
তেপান্তরের জোনাক রাতে
ভাসাই প্রেমের ভেলা......
জোনাক আলো জ্বেলে বুকে
স্বপ্ন বাসর তোমারই সুখে
এই জীবনের খেলা......
বন্দী সকল মন বারতায়
বন্দী তোমার প্রীতিলতায়
বন্দী তোমার সনে......
সন্ধি সকাল সাঁঝের বাতি
সন্ধি সকল দিবস রাতি
সন্ধি প্রেমের বাঁধনে......
ক্ষুদ্র এ জীবন ক্ষুদ্র আশা
চাই তোমারই ভালোবাসা
আমার জীবন সাথী......
ঝড় বাদলের নিকষ রাতে
চলবো দু'জন একই সাথে
জ্বেলে মঙ্গল বাতি......
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০২ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ/০৪ জিলক্বদ ১৪৪২ হিজরি/১৬ জুন ২০২১ খ্রিস্টাব্দ।