(কোমলমতি ছোট্ট শিশুদের জন্য)
মায়ের মুখের মধুর ভাষা
আদর সোহাগ হৃদয় ঠাসা,
একতারা গান বাউল সুরে
পাল তুলে নাও অচিন দূরে।
কাশবনে ফুল শরৎকালে
খলশে ইলিশ নদীর জলে,
জমির ফসল কৃষক কাটে
সাঁঝের বেলায় সুরুজ পাটে।
দু'কুল বন্ধন খেয়ার মাঝি
মায়ের প্রেমেতে আমরা রাজি,
গড়বো বাংলা সবাই মিলে
ভালোবাসার বিজয় মিছিলে।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ৩০ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ/১৭ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি/১৪ জানুয়ারী ২০২০ খ্রিস্টাব্দ।