শীত প্রভাতে মনের সাথে যুদ্ধ বাঁধে,
অন্তঃপুরে স্মৃতি ঘোরে বিরহ সাধে।
খেজুর রসে প্রভাত হাসে ছিল খাঁটি,
আজ পাটালি মনের কালি স্বাদে মাটি।
ছইয়া নুনে সিদ্ধ গুনে তৃপ্তি অতুল,
চক্ষু বোজ এখন খোঁজ কি'ছিল ভুল।
প্রকৃতি সত্য আজও সত্য চির খাঁটি,
মন দুখ বিবেক মুক মায়ের মাটি।
সতত আশা ফেলে আসা হারান দিন,
অসত্য বাজ অন্যায় রাজ বাজায় বীণ।
কেন ধরি ছল চাতুরী কিসের লোভে,
ধ্বংসে জাতি বিত্ত সাথী কি লাভ হবে।
আলোক শিক্ষা জ্ঞানের দীক্ষা বক্ষে ধরি,
মা জননী নয়ন মনি আমরা গড়ি।
# # ছইয়া= মটরশুটির আঞ্চলিক ভাষ্য। # #
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০১ মাঘ ১৪২৫ বঙ্গাব্দ/০৭ জমাদিউল আউয়াল ১৪৪০ হিজরী/১৪ জানুয়ারি ২০১৯ খ্রীষ্টাব্দ।