টুটি চেপে ধরা মায়ের মুখের ভাষা,
স্বাধীন ভুখন্ড আত্মসত্ত্বা হৃদয়ে ঠাসা।
ঝড়ে ভেজা পাখির নীড়হারা যাতনা,
পথিকের শতক্রোশ ক্ষতের যন্ত্রনা।
উর্ধ্ব নভে নাবিকের তর্জনী হেলন,
প্রতিরোধ বিদ্রোহ অন্যায় বিতাড়ন।
দোসর হায়েনা হামলে মায়ের বুকে,
বুদ্ধিজীবী নিধন জাতি ধ্বংস মুখে।
ইট পাথরে গাথা সৌধ দাঁড়িয়ে রয়,
স্মৃতি অমলিন ভুলে যাওয়ার নয়।
মায়ের লাগি জীবন ত্যাগী প্রিয়জন,
কি ছিল ভুল কেড়ে নিলে তাদের প্রাণ।
বুদ্ধিজীবী দিবসে আজ কেবলি স্মরি,
গড়ব বাংলা মননে শপথ করি।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৯ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ/০৫ রবিউস সানি ১৪৪০ হিজরী/১৩ ডিসেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।