সবিনয়ে একটি জিজ্ঞাস্য-
সবুজ পত্র পল্লবীর কাছে
শ্রুতিমধুর হামিংবার্ড কিংবা ঈগলের কাছে
বল্গা হরিণী কিংবা কেশরাজ সিংহের কাছে
বিদ্যালয়ের চক ডাস্টার ব্লাক বোর্ডের কাছে
কলকল ছলছল স্রোতস্বিনী জলরাশির কাছে
প্রকৃতির অক্সিজেন চেম্বার আমাজনের কাছে
পোয়াতি ধানের ছড়া বা মৎস কুমারীর কাছে
সমুদ্র ঝড় বুলবুল, মরু ঝড় খামসিনের কাছে
ফজর সালাতের মধুর কন্ঠের আযানের কাছে
অসীম শূন্যে ভাসমান গ্রহানুপুঞ্জের কাছে
জন্মদাতা পিতা কিংবা পিতামহের কাছে
অর্ধাঙ্গিনী প্রিয়তম বা প্রিয়তমার কাছে
শেষ আশ্রয় স্থল গর্ভধারিনী মা-র কাছে
আমার রাষ্ট্রনায়ক, সমর নায়ক কিংবা
বিশ্ব সংস্থার বাতিঘর জাতিসংঘের কাছে--
আমি কি মানুষ---?
তবে কেন এই শ্রেনীভেদ বিভাজন
কেন এই অসভ্য প্রহসন
কেন এই অনাচার
কেন?
কেন?
কেন--
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১০ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ/২৭ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি/২৫ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।