অনাহুত চিন্তা মন কুঁড়েকুঁড়ে খায়,
মানব সমাজে আজ সে শান্তি কোথায়?
সভ্যতা বিপন্ন হীন স্বার্থের মায়ায়,
আলোকের পথ মন খুঁজে নাহি পায়।
ক্ষমতা লোভ ব্যর্থ নব শিশু হারায়,
সব ছেড়ে তব মিছে চিত্তে সুখ পায়।
বিশ্ব বিসর্জন আজ রক্তলেপি ঠোটে,
তব কোন কাননে নির্ভয়ে পুস্প ফোটে?
মানব সভ্যতা আজ বহু দিন হল,
হীন স্বার্থে সে সভ্যতা তব কোথা গেল?
মানব জনম কেন মিছে মনে হয়,
মনে ভয় সে কি সভ্যতার অবক্ষয়?
সময় এসেছে যে আজ সভ্যতা লয়ে,
গড়ে তুলি প্রতিরোধ এই অবক্ষয়ে?
স্থান: সাভার, ঢাকা।
সময়: ১২৩৫ ঘন্টা।
E-mail: zahidmadaripur@gmail.com