কেন মিছে সভ্যতা এত কেন অভিমান,
চলছে তো মহারণে খেয়াতরী নভোযান।
আকাশের বুক ছিঁড়ে খুঁজি কালো গহ্বর,
খুঁজে মন অনুক্ষণ খুঁজে ফিরে কি আবার!
পাথরে পাথর ঘষে সভ্যতা অনলের,
আঁকা আঁকি চোখাচোখি ভাষা মুখে প্রীতি ঢের।
যানবাহনের দম জীবনের গতি বেগ,
আধুনিক সভ্যতা কেড়ে নিলো ভাবাবেগ।
ধর্মের নীতিকথা শান্তির আহ্বান,
মধু লােভের ব্যথা কেবা খাঁটি কে মহান!
ক্ষমতার দম্ভে বিজয়ের এই সোপান,
সত্য অর্থে ঢাকে মিথ্যার জয়গান!
শিক্ষার আলো যদিও ফোটে ঐ আঁধারে,
কালো বলছো কা'কে রং যার সাদা-রে!
তোষামুদে ভরপুর অধুনা সমাজ ঘাট,
সত্য শিক্ষা মেনে হয়েছেন কে'বা লাট!
ভাইরালে অস্থির চলে রোজ সমাজে,
যার যেটা মনে ধরে করে চুরি নামাজে।
অভাবে কাটছে দিন স্বভাব যে দো'টানায়
সত্য সঠিক পথে বলো তাকে কি মানায়!
ঘুমে ঘোর সভ্যতা নোনা ধরা এ দেয়াল,
চলবে কত কাল কি ছিলো কার খেয়াল!
জাগো হে তরুণ প্রাণে তর্জনী মুজিবের,
ভাঙ দাঁত হায়েনার "জয় বাংলা" বিজয়ের।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৫ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ/২২ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি/২০ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।