তোমাকে ভুলিতে চেয়ে
ভুলে থাকা হলো না ..........(II)
আনমনা মন নিয়ে
কেন করো ছলনা।
তোমাকে ভুলিতে চেয়ে
ভুলে থাকা হলো না।
জীবনের চার পাশে
কত স্মৃতি পরে রয়,
বৃক্ষ শাখার পাতা
শুকালে তা ঝরে যায়।
তবু এই মন নিয়ে
কেন করো ছলনা।
তোমাকে ভুলিতে চেয়ে
ভুলে থাকা হলো না।
তোমাকে ভুলিতে চেয়ে
ভুলে থাকা হলো না
আনমনা মন নিয়ে
কেন করো ছলনা।
তোমাকে ভুলিতে চেয়ে
ভুলে থাকা হলো না। ..........(II)
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২০ চৈত্র ১৪২৫ বঙ্গাব্দ/২৬ রজব ১৪৪০ হিজরি/০৩ এপ্রিল ২০১৯ খ্রিস্টাব্দ।