সোনালী এ ক্ষণে প্রিয়
তুমি কাছে নেই,
অভিমানে চলে গেলে
স্মৃতি-টা ফেলেই।
পোড়ে মন অনুক্ষন
তোমার আশাতেই,
ব্যথাহত মন কাঁদে
ভালোবাসাতেই।
এ মনের সেতারের
হারানো সে তুন,
পুবাকাশে বুনো মেঘ
বিরহের ধুন।
যত ভাবি ভুলে যাব
আমি তোমাকেই,
ব্যথাহত মন কাঁদে
ভালোবাসাতেই।
হৃদয় অনলে পোড়ে
তোমারই আশে,
দাও'গো স্বপনে ধরা
বোশেখ ই মাসে।
যত ভাবি ভুলে যাব
আমি তোমাকেই,
পোড়ে মন অনুক্ষন
তোমার আশাতেই।
সোনালী এ ক্ষণে প্রিয়
তুমি কাছে নেই,
অভিমানে চলে গেলে
স্মৃতি-টা ফেলেই।
পোড়ে মন অনুক্ষন
তোমার আশাতেই,
ব্যথাহত মন কাঁদে
ভালোবাসাতেই।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৫ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ/১১ শাবান ১৪৪০ হিজরি/১৮ এপ্রিল ২০১৯ খ্রিস্টাব্দ।