বাউল সুকুমার এর "বলবোনা গো আর কোনদিন" গানের সম্মানে নিবেদন:
মন পোড়ে হায় তার-ই আশায়
আর কি বলো পাব তারে। -(ll)
হারানো সে ক্ষণ ফেলে আসা দিন
কেমনে ভুলি তার স্মৃতি অমলিন। -(ll)
স্মৃতি অমলিন স্মৃতি অমলিন
মন পোড়ে হায় তার-ই আশায়
আর কি বলো পাব তারে।
দৈন্যতা কি ছিলো অপরাধ
অট্টালিকায় কেন করিছে বিবাদ। -(ll)
করিছে বিবাদ করিছে বিবাদ
মন পোড়ে হায় তার-ই আশায়
আর কি বলো পাব তারে।
তাকে ছাড়া প্রতিটি সময়
চিতার অনলে পোড়ে এ হৃদয়।
কেমনে ভুলি আমি তারে
মন পোড়ে হায় তার-ই আশায়
আর কি বলো পাব তারে।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২২ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ/০৯ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি/০৭ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।